Website

দেখে নিন ১০ টি গুরুত্বপূর্ণ ওয়ার্ডপ্রেস প্লাগিন আপনার ওয়েবসাইট এর জন্য

আসসালামুয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের এই পোস্টটি খুবই উপকারে আসবে আজকে মূলত এই পোস্টটি যারা ব্লগিং করেন তাদের জন্য তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি

আজকের আলোচনা

তো উপরে আমি বলে দিয়েছি আজকে আমরা আলোচনা করব যারা ব্লগিং করে তাদের একটি উপকারী পোষ্ট নিয়ে আজকের পোস্টটি মূলত ওয়ার্ডপ্রেসের দশটি গুরুত্বপূর্ণ প্লাগিন নিয়ে আমরা সবাই প্লাগিন সম্পর্কে অবগত আছি যারা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানিয়েছে তারা সবাই জানি লাগে আমাদের ওয়েবসাইটটির কাজকে আরও সহজ এবং সুন্দর করে তোলে আজকে আমরা এমন দশটি গুরুত্বপূর্ণ wordpress-plugins নিয়ে আলোচনা করব আজকে প্লাগিনগুলোর মধ্যে রয়েছে এসইও করা কনটেন্ট সুন্দর করা কন্টাক্ট ফর্ম তৈরী ইত্যাদি এসব প্লাগিন নিয়েই আজকে আমরা আমাদের এই পোস্টটি সাজিয়েছি আপনারা সবাই ধৈর্যসহকারে আমাদের এই পোস্টটি পড়বেন কারো কোন কিছু বুঝে না থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে দেওয়ার যথাযথ চেষ্টা করব

Rank Math plugin

আমরা যারা ব্লগিং করি তারা অবশ্যই এসইও সম্পর্কে অবগত আছি এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যার মাধ্যমে আপনার ওয়েবসাইটটি গুগলে খুঁজে পাওয়া যাবে কেউ যদি আপনার ওয়েবসাইট রিলেটেড কোন কিওয়ার্ড গুগলের সার্চ করে তাহলে আপনার ওয়েবসাইটটি রেজাল্ট সো করবে এই এসইও করতে আপনাকে সাহায্য করবে এই প্লাগিনটি বিশ্বের অনেক মানুষ এই প্লাগইনটি দিয়ে তাদের ওয়েবসাইটে এসইও করে থাকে আপনারাও খুব সহজে এই প্লাগইনটি দিয়ে আপনার ওয়েবসাইটটি এসইও করতে পারবেন তো প্রথমে আপনাকে এই প্লাগিনটি পেতে হলে আপনার সাইটের এডমিন ড্যাশবোর্ডে চলে যাবেন তারপর ওখান থেকে প্লাগিন অপশনে চলে যাবে তারপর অ্যাড নিউ বাটন এ ক্লিক করে সার্চ বারে Rank Math plugin লিখে সার্চ করলেই আপনি সবার উপরে এই প্লাগইনটি দেখতে পারবেন প্লাগিন ইন্সটল দিয়ে এক্টিভ করে নিবেন এবং মনে রাখবেন এই প্লাগইনটি আপনার পোষ্টের এসইও করতে সহায়তা করবে

ইনস্ট্যান্ট ইনডেক্সিং

আমরা সবাই জানি যখন আমরা কোনো কন্টাক্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করি তখন সেই কন্টেন্টকে গুগলে ইনডেক্স করতে হয় তা না হলে আপনার কনটেন্ট গুগলের মাধ্যমে খুঁজে পাওয়া যাবে না ইন্ডেক্স করতে গুগল সার্চ থেকে ইনভেস্ট করা যায় সে ক্ষেত্রে আপনাকে অনেক সময় দিতে হবে আপনি যদি ইনস্ট্যান্ট ইন্ডেক্স করতে চান তাহলে আপনাকে ইনস্ট্যান্ট ইনডেক্স এই প্লাগিনটি সহায়তা করবে তবে প্লাগিন আপনি আগের প্লাগিনটির মত করে সার্চ করে খুঁজে নিতে পারবেন আর এই প্লাগিন এর অনেকগুলো সেটআপ রয়েছে যা করার মাধ্যমে আপনি আপনার কনটেন্ট কি 5 মিনিটের মধ্যে ইন্ডেক্স করতে পারবেন কোন ঝামেলা ছাড়াই এর পরবর্তী পোস্টে আমি কিভাবে এই প্লাগিনটি সেটাপ করতে হয় তা নিয়ে আলোচনা করব আজকে আপাতত আপনারা এই প্লাগইনটি ইনস্টল এবং অ্যাক্টিভ করে রাখুন

Table of content

আমরা যখন কন্টেন লিখে থাকি তখন কন্ঠ সুন্দর করার জন্য নানা রকম কাজ করে থাকি যে কথা বলতেছি এই প্লাগইনটি দ্বারা আপনারা আপনাদের কন্টেন্টের উপরে একটি সুন্দর সূচিপত্র দিতে পারবেন তো এই প্লাগিনটি আপনার ওয়ার্ডপ্রেস থেকে ইন্সটল করে নিতে পারবেন এবং অ্যাক্টিভ করে নেওয়া হলে আপনার ওয়ার্ডপ্রেস সাইটটিকে এই প্লাগিন এর নামে একটি অপশন শো করবে সেখানে ক্লিক করে আপনি আপনার সূচিপত্র কনটেন্ট এর কোন জায়গায় কিভাবে সেটআপ করতে চান সেটি সিলেক্ট করে দিবেন তো সিলেট করে দেওয়া হলে আপনি আপনার কনটেন্ট টি দেখবেন যেখানে আপনি এই সূচিপত্র টি সেটআপ করেছেন সেখানে শো করবে এবং ভিজিটর খুব সহজে আপনার এই সূচিপত্র থেকে যেকোনো জিনিস খুঁজে পাবে খুব সহজে

Contact form

আমরা যখন কোন ওয়েবসাইটে ভিজিট করি তখন সে ওয়েবসাইটের মাঝে Contact us নামে একটি পেজ দেখে থাকি তোর সেই পেজটিতে ঢুকলে আমরা একটা কন্টাক ফ্রম দেখতে পারি যার মাধ্যমে আপনার সেই ওয়েবসাইট এর মালিকের সাথে যোগাযোগ করতে পারবেন তো প্রত্যেক ওয়েবসাইটের মালিক এই পেজটি তৈরি করে থাকে একটি ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন যে plug-in টির কথা বলতেছি সেই প্লাগিনটির মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার ওয়েবসাইটের জন্য কন্টাক্ট ফর্ম তৈরী করতে পারবেন যদি আপনার ওয়েবসাইটে ভিজিটর কারিরা খুব সহজেই আপনার সাথে যোগাযোগ করতে পারবে এ প্লাগিনটি পেতে হলে আপনাকে ওয়ার্ডপ্রেস প্লাগিন অপশন এ গিয়ে সার্চ করতে হবে Contact form 7 লিখে এরপর আপনি কন্টাক্ট ফর্ম 7 নামে একটি প্লাগিন দেখতে পারবেন এবং সে প্লাগিন ইন্সটল এবং এক্টিভ করে নিবেন এক্ষেত্রে বলে রাখা ভালো যে আপনার ওয়ার্ডপ্রেস ভার্শন যদি আপডেট দেওয়া না থাকে তাহলে এই প্লাগিনটি ইন্সটল করতে পারবেন না এই প্লাগিন ইন্সটল করতে হলে আপনাকে অবশ্যই ওয়ার্ডপ্রেস লেটেস্ট ভার্সন ইউস করতে হবে জাদের ওয়াডপ্রেস আপডেট করার নেই তারা আপডেট করে প্লাগিন ইন্সটল করে নিবেন

গুগল সাইট কিট

এই প্লাগিনটি হলো গুগলের অফিশিয়াল প্লাগিন যার মাধ্যমে আপনি গুগলের অনেক কাজ এখান থেকে করতে পারবেন যেমন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট সার্চ কনসোল রেজাল্ট আরো অনেক কিছু এই প্লাগিনটি সাথে জুড়ে দেওয়া থাকবে তা আপনি খুব সহজেই একটি প্লাগিন এর মাধ্যমে সকল কাজ করতে পারবেন এবং দেখতে পারবে প্লাগিনটি আপনারা খুব সহজেই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে প্লাগিন অপশন গিয়ে সার্চ বাটনে সাইডকিক লিখে সার্চ করে পেয়ে যাবেন তারপর প্লাগিনটি ইন্সটল করে এক্টিভ করে নিবেন তারপর আপনার আপনার ওয়েবসাইটের সাথে জড়িত গুগল এডসেন্স সার্চ করছ মেইলের মাধ্যমে এই প্লাগইনটি সাথে কানেক্ট করে দিতে পারবেন এই ছিল গুগল সাইট কিট plugin.

Sucuri security plugin

আমাদের ওয়েবসাইটের সচরাচর নানা রকম ম্যালওয়্যার ভাইরাস ইত্যাদি আক্রমণ করতে পারে তোর সেই আক্রমণের হাত থেকে আপনাকে বাঁচতে হলে অবশ্যই এই প্লাগইনটি ইনস্টল দিতে হবে এই প্লাগইনটি সাহায্যে বট থেকে শুরু করে ভাইরাসের আক্রমণ ঠেকাবে অনেক সময় দেখা যায় ওয়েবসাইটে নানা রকম ভাইরাস আক্রমণ করে এবং বট দ্বারা সাইট লগইন করতে চেষ্টা করা হয় এসব থেকে আপনি যদি উপরের প্লাগিন ইন্সটল দেন এই প্লাগইনটি আপনাদের এ বিষয়গুলো সুনিশ্চিত করবে যাতে কোন বট ভাইরাস আক্রমণ করতে না পারে এই প্লাগিনটি ও আপনি ওয়ার্ডপ্রেস এ পেয়ে যাবেন ওয়াডপ্রেস প্লাগিন নিয়ে গিয়ে সার্চ করুন Sucuri security নামে এরপর প্লাগিন ইন্সটল দিয়ে এক্টিব করে নিন

Wp Rocket

আমরা সবাই যে আমাদের ওয়েবসাইটে যেন দ্রুত গতিতে ভিজিট করা যায় অনেক সময় আমরা আমাদের ওয়েবসাইটে গতি খুঁজে পাইনি সাইটের স্পিড খুঁজে না পাও অনেকগুলো কারণ রয়েছে তো আপনার সাইটটি যখন লোড হয়ে যাবে তখন সাইটটি দ্রুতগতি থেকে ধীর স্থির হয়ে যাবে আপনি যদি এই প্লাগইনটি আপনার ওয়ার্ডপ্রেস ইন্সটল করে নেন তাহলে আপনার সাইটটি তুলনামূলক বেশি ফাস্ট হবে এবং খুব দ্রুতই আপনি আপনার ওয়েব সাইট টি ভিজিট করতে পারবেন এবং ব্যবহারকারীদের আপনার সাইটে ভিসিট করতে সুবিধা হবে এটিও আপনি ওয়ার্ডপ্রেস প্লাগইন ম্যানেজার থেকে ইনস্টল করে নিতে পারেন

Wp Downgrade

যদিও ওয়ার্ডপ্রেস আপডেট ভার্সন চালানো খুব জরুরী তবু আমাদের মাঝে মাঝে ওয়ার্ডপ্রেসের ভার্সন চেঞ্জ করতে হয় ওয়াডপ্রেস এর ভাসন চেঞ্জ করতে হলে আপনাকে পুনরায় ওয়ার্ডপ্রেস ইন্সটল দিতে হবে আর আমরা যদি পুনরায় ওয়ার্ডপ্রেস ইনস্টল দেই তাহলে আমাদের ওয়েবসাইটে থাকার ডাটা কখনো খুঁজে পাবো না ওয়ার্ডপ্রেস ইন্সটল না দিয়ে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ভার্সন ওঠানামা করতে পারবেন এখন যে plug-in টির কথা বলতেছি এই প্লাগিনটি মাধ্যমে আপনি খুব সহজেই ওয়ার্ডপ্রেস ভার্সন ওঠানামা করাতে পারবেন এই প্লাগিনটি সেটাকে তেমন কোনো জটিলতা নেই আপনি খুব সহজে ওয়াডপ্রেস ম্যানেজার থেকে প্লাগিন ইন্সটল দিয়ে ওয়ার্ডপ্রেসে ভার্শন উঠানামা করাতে পারবেন এক্ষেত্রে বলে রাখা ভালো যে আপনি ওয়ার্ডপ্রেস ভার্শন উঠানামা করার আগে সাইটের ব্যাকআপ নিয়ে রাখবেন

Google xml sitemap

আমরা যারা ওয়েব সাইট নিয়ে কাজ করি তারা সবাই সাইটম্যাপের সাথে পরিচিত গুগোল কনসলে আমাদের প্রত্যেক ওয়েব সাইটের সাইটম্যাপ সাবমিট করতে হয় অনেক সময় দেখা যায় আমাদের এক্সএমএল সাইটম্যাপ ক্রিয়েট হয় না আর ক্রিয়েট না হলে আমাদের পোষ্ট বা আমাদের ওয়েবসাইটটি কখনোই গুগলের খুঁজে পাওয়া যাবে না তো আপনাকে এই কাজটি করতে হবে এক্সএমএল সাইটম্যাপ এর মাধ্যমে আপনার ওয়েবসাইটের জন্যে সাইটম্যাপ গুগোল এক্সএমএল সাইটম্যাপ নামে নাগিন হয়েছে যার মাধ্যমে আপনি খুব সহজেই সাইটম্যাপ ক্রিয়েট করতে পারবেন এবং সার্চ কনসোলে আপলোড দিতে পারবেন আপনি ওয়ার্ডপ্রেস ম্যানেজার থেকে এই প্লাগিন ইন্সটল দিতে পারবেন ইনস্টল দিয়া হয়ে গেলে অটোমেটিক সাইটম্যাপ ক্রিয়েট হবে আপনি খুব সহজে সার্চ কোন সালে সাবমিট করতে পারবে

Updraft plus backup plugin

অনেক সময় আমাদের ওয়েবসাইটের ডাটা ক্লিয়ার হয়ে যায় আমাদের অজান্তেই মূলত একটি হোস্টিং প্রবলেমের কারনে হয় তো আর আমাদের ওয়েবসাইটের ডাটা ক্লিয়ার হয়ে গেলে আমাদের অনেক প্রবলেম হতে পারে মূলত আমাদের সকল ডাটা ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোনো কারণে যদি আপনার ডাটা ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনার ওয়েবসাইটে প্রথম থেকে শুরু করতে হবে তো এটি একটি কঠিন কাজ ওয়েবসাইটটি আবার নতুন করে শুরু করা এর জন্য আপনাকে বর্তমান ব্যাকআপ নিতে হবে যা ভবিষ্যতে ডাটা ক্লিয়ার হয়ে গেলে আপনি খুব সহজে ব্যাকআপ আপনাদের মাধ্যমে আপনার ডাটা গুলো ফিরে যাবেন তো আপনি এই Updraft plus backup plugin ইনস্টল দেওয়ার মাধ্যমে এটি আপনি ওয়াডপ্রেস ম্যানেজার থেকে ইন্সটল দিতে পারবে

এই ছিল দশটি গুরুত্বপূর্ণ ওয়ার্ডপ্রেস প্লাগইন আশা করি এই প্লাগইনগুলো আপনার উপকারে আসবে আজকে এ পর্যন্তই আরো নিত্য নতুন পোস্ট পেতে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ

ICT 71

আমি একজন ব্লগার এবং টেকনোলজি নিয়ে জানতে ভালবাসি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমার ব্লগের মাধ্যমে উপকারী জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button