Website

এসএইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে যা যা করতে হবে আপনাকে দেখে নিন

আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন আর্টিকেল নিয়ে হাজির হলাম আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন আর্টিকেল উপহার দেওয়ার সেই চেষ্টায় আমরা সর্বদা নিয়োজিত আমাদের লক্ষ আপনাদেরকে নতুন কিছু শেখানো আপনারা যেন শিখতে পারেন সে বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি অনলাইন জগতে অনেক শেখার প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে আপনারা নিমিষেই যেকোনো বিষয় শিখতে পারেন সে রকম একটি ওয়েবসাইট আইসিটি 71 তাহলে চলুন কথা না বাড়িয়ে আর্টিকেলে চলে যাই।

আজকের আলোচনা

আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে যারা ব্লগিং করে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে হাজির হয়েছি যারা ব্লগিং করে তাদের জন্য কন্টাক্ট একটি গুরুত্বপূর্ণ জিনিস। কন্টেন্ট ছাড়া করে কোন লাভ হবে না। এছাড়াও আপনি যদি ভালো কনটেন লিখতে পারেন তাহলে অন্যান্য ওয়েবসাইটেও কন্টাক্ট বিক্রি করে ইনকাম করতে পারবেন আজকের এই আর্টিকেলে আপনার কিভাবে একটি মানসম্মত আর্টিকেল লিখতে হয় তা নিয়ে আলোচনা করব সাথে কিভাবে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে হয় সেটি নিয়ে আলোচনা থাকবে আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে চলুন শুরু করি

নিস সিলেক্ট

আপনাকে কনটেন্ট লেখার সর্বপ্রথম যে বিষয়টির গুরুত্ব দিতে হবে সেটি হল নিস আপনাকে প্রথমত একটি নিস সিলেক্ট করতে হবে মানে আপনি কিসের উপর কনটেন্টটির লিখতে চান আপনার কনটেন্টটি যে বিষয়ে করতে চান সেটি আগে থেকে নির্ধারণ করতে হবে মূলত এটি করতে হলে আপনার ওয়েবসাইটটি কে দেখতে হবে আপনার ওয়েবসাইটটি যে রিলেটেড সেই রিলেটেড কনটেন্ট আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন আর আপনি যদি কোন বায়ারের কাছ থেকে অর্ডার নিয়ে থাকেন আর্টিকেল লেখার তাহলে বায়ার আপনাকে নির্ধারিত নিস দিবে সে অনুযায়ী আর্টিকেল লিখতে হবে আপনাকে তো প্রথমে আপনি আপনার ওয়েবসাইট এর নিস অনুযায়ী একটি আর্টিকেল এর বিষয় নির্ধারণ করে ফেলবেন প্রথম কাজ হলো আপনার এটি

রিসার্চ করা

আপনি ইতিমধ্যে হয়তো আপনার কন্টাক্ট এর নিস সিলেক্ট করেছেন আপনাকে নিস সিলেক্ট করার আগে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখতে হবে আপনি মূলত যে বিষয়ে পারদর্শী সে বিষয়ে আর্টিকেল লিখবেন অনেকে হয়তো এসইও এক্সপার্ট অনেকে ওয়েব ডেভলপার এক্সপার্ট আবার অনেকেই নানান রকম বিষয়ে এক্সপার্ট হতে পারে তো আপনি যে বিষয়ে পারদর্শী সে বিষয়ে কন্টাক্ট লিখবেন এক্ষেত্রে আপনার লেখা কনটেন্টটি আরো সুন্দর হবে এরপর আপনি কন্টেন টিকে আরও সুন্দর করতে রিচার্জ করতে পারেন রিসার্চ করা বলতে মূলত বোঝায় আপনি যে বিষয়টি নিয়ে লিখতে যাচ্ছেন সে বিষয়ে খুটিনাটি দেখাশোনা করা ধরুন আপনি একটি ফোন রিভিউ নিয়ে কনটেন্ট লিখবেন আপনি যে ফোন দিয়ে ফোন রিভিউ কন্টেন লিখবেন সেটি গুগলে সার্চ করে তার গুরুত্বপূর্ণ তথ্য কালেক্ট করে নিবেন এভাবে আপনি যে বিষয় নিয়ে কনটেন্ট লিখতে চান সে বিষয়ে আগে থেকে একটু খোঁজখবর নিয়ে রাখবেন তাহলে আর্টিকেল বা কনটেন্ট আরো সুন্দর হবে

কিওয়ার্ড রিসার্চ

আপনি যে বিষয় কনটেন্ট লিখতে চাচ্ছেন সেটির কিওয়ার্ড রিসার্চ করতে হবে এসইও ফ্রেন্ডলি কন্টেন লেখার ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ একটি গুরুত্বপূর্ণ জিনিস কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে আপনাকে এমন কিওয়ার্ড সিলেক্ট করতে হবে যেটি বেশিবার সার্চ করা হয়নি এবং ভবিষ্যতে সেটি নিয়ে সার্চ করা হবে এমন কী ওয়ার্ড সিলেক্ট করতে হবে কিওয়ার্ড রিসার্চের জন্য অনেক পেইড টুল রয়েছে তখন একটি মজার ব্যাপার হলো গুগোল আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য ফ্রী টুল দিয়ে থাকে এখানে আপনি বাংলা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন অনেক ক্ষেত্রে পেইড টুলেও বাংলা কীওয়ার্ড পাওয়া যায় না এদিকে গুগলের ফ্রী টুলেও আপনি বাংলা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন তো আপনি গুগলের ফ্রী টুল ইউজ করে দেখতে পারেন

টাইটেল সেলেক্ট

টাইটেল সিলেক্টে এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে টাইটেলটি যেন এসইও ফ্রেন্ডলি হয়ে থাকে আপনাকে এমন ভাবে টাইটেল সেট করতে হবে যেন সে টি পুরো আর্টিকেল এর সামগ্রিক ভাব প্রকাশ করে দুই লাইনে আমরা সবাই জানি টাইটেল 1 অথবা 2 লাইনের হয়ে থাকে এই এক অথবা দুই লাইনের টাইটেল আপনার পুরো কন্টেন্টে কি আছে সেটি প্রকাশ করবে তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে টাইটেল টি খুব সুন্দর এবং আকর্ষণীয় করে তোলে কিন্তু ভিতরে আর্টিকেলে টাইটেলের কোনো মিল খুঁজে পাওয়া যায় না এক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আর্টিকেল এবং টাইটেলের যেন মিল থাকে আপনি যদি আর্টিকেল এবং টাইটেল এর মাঝে সামঞ্জস্যতা না রাখেন তাহলে আপনার কনটেন্ট পরবর্তীতে দেখবে না এজন্য আপনাকে আর্টিকেল এর মূল কে টাইটেল প্রকাশ করতে হবে

ট্যাগ সেলেক্ট

আর্টিকেল লেখার পর আপনাকে আর্টিকেলের জন্য 1 সিলেক্ট করতে হবে এই ত্যাগের মাধ্যমে আপনার আর্টিকেলটি যে কেউ খুঁজে পাবে 1 সিলেক্ট করার আগে আপনাকে যে বিষয় নিয়ে আর্টিকেলটি দেখবেন সেটার জন্য কয়েকটি ওয়ার্ড নির্ধারণ করতে হবে তারপর সেই চাবে আপনাকে সাবমিট করতে হবে আপনার কনটেন্ট তো ট্যাগ সিলেক্ট করার আগে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ট্যাগগুলো যেন আর্টিকেল অনুযায়ী হয়ে থাকে

থাম্বনেইল নির্ধারণ

আর্টিকেলটি বা কনটেন্ট লেখার পর আপনাকে মন যে কাজটি করতে হবে সেটি হল থাম্বনেইল নির্ধারণ আপনাকে একটি কন্টাক্ট রিলেটেড মানে আপনি যে কন্টাক্ট লিখেছেন সেই কন্টাক্টর রিলেটেড একটি থাম্বনেইল বানাতে হবে আপনাকে এমন ভাবে একটি থাম্বনেইল বানাতে হবে যেটি আপনার কনটেন্টকে অন্যের কাছে আকর্ষণীয় ভাবে তুলে ধরে তো থাম্বনেইল বানানোর ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার ওয়েবসাইটটি থাম্বেনেলে ইমেজ সাইজ রয়েছে সেই অনুযায়ী আপনার নামের থাম্বনেইল টি যেন হয়ে থাকে আপনাকে অবশ্যই কনটেন্ট রিলেটেড থাম্বনিল বানাতে হবে কন্টাক্ট এ আছে অন্য কিছু থাম্বেলিনা আছে অন্য কিছু এরকম করে থাম্বনেল বানালে চলবে না থাম্বনেল বানানোর ক্ষেত্রে আপনি নানা রকম অ্যাপের সাহায্য নিতে পারবেন যার মাধ্যমে আপনারা খুব সহজেই থাকবেন এর বানাতে পারবেন এরকম একটি অ্যাপ হলো পিক্সেল ল্যাব যা আপনারা প্লে স্টোরে সার্চ করি পেয়ে যাবেন

কনটেন্ট এর মাঝে ইমেজ শেয়ার

কন্টেনের মাঝে আপনি যদি ইমেজ শেয়ার করেন তাহলে কনটেন্টটি আরো সুন্দর হয় কন্টেনের মাঝে মাঝে আপনারা যদি কন্টেন রিলেটেড কিছু ইমেজ দিয়ে থাকেন তাহলে সেই কন্টেন্টই যখন কোন ভিভোর পড়বে তাহলে সে কন্টেন্টই উপভোগ করবে

কন্টেনের শুরুতে সূচিপত্র নির্ধারণ

কন্টেনের শুরুতে আপনি যদি একটি সূচিপত্র দিয়ে থাকেন তাহলে ভিউয়ার রাহেতে উপকৃত হয় আপনি কন্টেনের শুরুতে একটি ছোট করে সূচিপত্র দিলে আপনার কনটেন্ট কি দিয়ে লেখা এবং কি কি যুক্ত করেছেন ভিউয়ার গণ তা খুব সহজে বুঝতে পারে অনেক সময় দেখা যায় সুচীপত্র ভিউয়ার খুব মনোযোগ সহকারে দেখে এবং যার যেটা পছন্দ সেই আর্টিকেলটি প্যারা পড়ে মূলত আমরা আর্টিকেলটি কিছু প্যারায় ভাগ করে লিখি প্রত্যেকটি হেডিং দিয়ে থাকি সেই হেডিং টি সূচিপত্রে যুক্ত থাকে কনটেন্ট এর শুরুতে সূচিপত্র দিতে হলে আপনাকে একটি ওয়ার্ডপ্রেস প্লাগইন কি ব্যবহার করতে হবে ওয়াডপ্রেস এরকম অনেক রয়েছে আপনি ওয়ার্ডপ্রেস প্লাগইন স্টোরে গিয়ে টেবিল অফ কনটেন্ট লিখে সার্চ করলে অনেকগুলো ওয়ার্ডপ্রেস প্লাগিন পেয়ে যাবে এই ওয়ার্ডপ্রেস প্লাগিন ইন্সটল দিয়ে খুব সহজেই সূচিপত্র তৈরি করতে পারবেন আপনার ইচ্ছামত

তো আজকে এই পর্যন্তই আশা করি আর্টিকেলটি আপনাদের পছন্দ হয়েছে আর্টিকেলটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনাদের বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না এরকম আরো গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের সাইটের সঙ্গেই থাকুন আমরা প্রতিনিয়ত এরকম আর্টিকেল প্রকাশ করতে চেষ্টা করে থাকি তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাইটের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ।

ICT 71

আমি একজন ব্লগার এবং টেকনোলজি নিয়ে জানতে ভালবাসি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমার ব্লগের মাধ্যমে উপকারী জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button